মেক্সিকোতে বাস খাদে, নিহত ২৯


আন্তর্জাতিক ডেস্ক , : 06-07-2023

মেক্সিকোতে বাস খাদে, নিহত ২৯

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টায় মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আহত প্রায় ১৪ জনকে তলাক্সিয়াকো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর অন্য পাঁচজনকে বিমানে করে রাজ্যের রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে।

খবরে বলা হয়, দুর্ঘটনাকবলিত বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে প্রায় ৮০ ফুট গভীর গিরিখাদে পড়ে যায়।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]