শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক , : 05-07-2023

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই চাপে টাইগাররা। ১৩ রান নিয়েই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তারপর একে একে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তও আউট হন। এতে চাপ বাড়ছে বাংলাদেশ শিবিরে। 

সপ্তম ওভারে দলীয় ৩০ রানে ফজলহক ফারুকীর শিকার হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক তামিম। ২১ বলে ১৩ রান করতে পেরেছেন দেশসেরা এই ওপেনার। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন ফর্মে থাকা শান্ত। দ্বিতীয় উইকেটে লিটন-শান্ত জুটি তুলে ৩৫ রান। ৩৫ বলে ২৬ রান করা লিটনের বিদায়ের মধ্য দিয়ে ভাঙ্গে এই জুটি। দলীয় ৭২ রানে মোহাম্মদ নবীর বলে বিদায় নেন শান্তও। তিনি ১৬ বলে ১২ রান করেন। 

প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]