অবশেষে কাঁচামরিচ এলো হিলি দিয়ে


হিলি (দিনাজপুর) করেসপন্ডেন্ট , : 05-07-2023

অবশেষে কাঁচামরিচ এলো হিলি দিয়ে

অবশেষে ঈদের ছুটির পর অফিস খোলার তৃতীয় দিনে বুধবার (৫ জুলাই) হিলি থেকে প্রথম ভারত থেকে কাঁচামরিচ এলো।  বুধববার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে মেসার্স সততা বাণিজ্যালয় মেসার্স সম্পা ট্রের্ডাস ও বিকে এন্টার প্রাইজ নামের ৩টি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৯ মেট্রিক টন কাঁচামরিচ প্রবেশ করে হিলিবন্দর দিয়ে। পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই কর্মকর্তা আরও বলেন, ‘ঈদুল আজহার ছুটি শেষে ৩ জুলাই থেকে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। গত দুই দিন অনান্য পণ্য আমদানি হলেও লোকসানের আশঙ্কায় কাঁচামরিচ আমদানি বন্ধ রাখেন ব্যবাসায়ীরা। অবশেষে আজ বুধবার ২৯ মেট্রিক টন কেজি কাঁচামরিচ আমদানি করে ওই আমদানিকারক প্রতিষ্ঠান তিনটি।’

এদিকে, কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব খান ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারত থেকে কাঁচামরিচ আমদানির প্রভাব পড়েনি এখানকার বাজারে। তবে প্রতিকেজি কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি কাঁচামরিচ বুধবার ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

বিপ্লব খান আরও বলেন, ‘আজ আদমানি হওয়া কাঁচামরিচ এখনো স্থানীয় বাজারে এসেনি। এলে হয়তো দাম আরও কিছুটা কমতে পারে।’ 

ঢাকা বিজনেস/বুলু/এনই



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com