টাঙ্গাইলে বাসচাপায় অটোচালকসহ নিহত ২


টাঙ্গাইল সংবাদদাতা , : 05-07-2023

টাঙ্গাইলে বাসচাপায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় সিএনজিচালিত অটো রিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ  ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (৭ জুলাই) সকালে উপজেলার ছাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এই তথ্য নিশ্চিত করেন। 

নিহতরা হলেন সরিষাবাড়ির করগ্রামের আব্দুল হালিম এবং একই জেলার ডোয়াইল এলাকার মজিবর রহমানের ছেলে ওয়াজেদ।

ওসি বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি সিএনজিচালিত অটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোচালক ও এক যাত্রী নিহত হন। আহত হন ৪ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

ওসি  আরও বলেন, ‘এ দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছেন।’  

ঢাকা বিজনেস/নোমান/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]