বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে জাহাজ এলো মোংলায়


বাগেরহাট করেসপন্ডেন্ট , : 04-07-2023

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে জাহাজ এলো মোংলায়

যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে মোংলাবন্দরে নোঙ্গর করেছে পানামার পতাকাবাহী জাহাজ এমভি এভার ভেনটেজ। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করে।

মোংলাবন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই কর্মকর্তা জানান, দুপুর ২টা থেকে যন্ত্রপাতি খালাসের কাজ শুরু হয়েছে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) শওকত আলী জানান, জাহাজে ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি রয়েছে। এখান থেকে এসব যন্ত্রপাতি নদীপথে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোয় নেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর যন্ত্রপাতি নিয়ে জাহাজটি গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলাবন্দরের উদ্দেশে ছেড়ে আসে ।

উল্লেখ্য, ১৭ মে এমভি সান ইউনিটি, ৫ মার্চ এমভি হাইডং-৯ ও ২১ ফেব্রুয়ারি এমভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]