বন্যার আশঙ্কায় পর্যটক না আসার আহ্বান সুনামগঞ্জ ডিসির


জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ , : 04-07-2023

বন্যার আশঙ্কায় পর্যটক না আসার আহ্বান সুনামগঞ্জ ডিসির

উজানের ঢল আর অতিবৃষ্টিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। এ ছাড়াও, জেলার সব নদ-নদীর পানি বাড়ায় ডুবে গেছে সড়ক, ব্যাহত হচ্ছে চলাচল। এমন বিরূপ আবহাওয়া ও বন্যার আশঙ্কা থাকায় পর্যটক না আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

জেলা প্রশাসক বলেন, ‘বর্তমানে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা ভালো না। আরও বৃষ্টিপাতের আভাস আছে। বৃষ্টি ও ঢলের পানিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। এমন অবস্থায় পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি। তবে নিষেধাজ্ঞা দিতে আরও কিছুটা পর্যবেক্ষণ করছি। অবস্থার অবনতি হলে পর্যটক আগমন নিষিদ্ধ করা হবে।’


গত রোববার (২ জুলাই) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় পর্যটক না আসার অনুরোধ জানানো হয়। 

জরুরি সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, ২৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. এহসান শাহ, স্থানীয় সরকার পরিচালক জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোমসহ অন্যান্য দপ্তর প্রধান ও সাংবাদিকরা।


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘জেলা শহরের ষোলগড় পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও জেলার ছাতক উপজেলার সুরমা নদীর পয়েন্ট দিয়ে ১৩৩ সেন্টিমিটারের ওপর দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা, বৌলাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।’

টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দা আবু জাহান তালুকদার জানান, বর্ষা আশায় মাত্র শুরু হয়েছে পর্যটন মৌসুম। দেশ-বিদেশের পর্যটক আগমন ঘটবে টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, বারেকের টিলাসহ বিভিন্ন স্পটে। নৌকা করে এসব জায়গা ঘুরে বেড়ান পর্যটকরা।’ 


খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সড়ক ডুবে ব্যাহত হচ্ছে চলাচল। ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বেশ কিছু অংশ। বন্ধ হয়ে গেছে সরাসরি যান চলাচল। নৌকা দিয়ে যাতায়াত করছেন সবাই। 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]