ঈদের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 03-07-2023

ঈদের পর হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে। 

ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম সুইট। 

সুইট বলেন, ‘ঈদুল আহজা উপলক্ষে গত মঙ্গলবার (২৭ জুন) থেকে রোববার (২ জুলাই) পর্যন্ত ৬ দিন হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ (৩ জুলাই) থেকে আবারও যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দর শ্রমিকদের মাঝে চাঞ্চল্যতা ফিরে এসেছে।’ 

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল আলম বলেন, ‘হিলি বন্দর দিয়ে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।’ 

বুলু/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com