হিলিতে কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 02-07-2023

হিলিতে কাঁচামরিচের দাম বেশি রাখায় জরিমানা

দিনাজপুরের হিলিতে অতিরিক্ত দামে কাঁচামরিচ বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে ৪ হাজার  ৫০০ টাকা  জরিমানা করা হয়েছে। রোববার (২ জুলাই) ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম এ অভিযান পরিচালনা করেন। এসময় বিক্রেতা ফারুখ হোসেন,শুশীল বসাক, জাহেদুল ইসলাম ও মেহেদী হাসানকে ১ হাজার টাকা করে ও সোহেল রানাকে ৫০০  টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খাতুন মীম ঢাকা বিজনেসকে বলেন, ‘দেশের বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দামে কাঁচামরিচ বিক্রি করছেন। এমনকি অনেকেই দ্রব্য মূল্যের যে তালিকা সেটিও টাঙিয়ে রাখেননি।এতে ভোক্তারা অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ছেন। তাই  হিলি বাজারে এই অভিযান চালানো হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা  বিজনেস /এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com