ঈদে ঘুরতে গিয়ে নিহত ৩, আহত ৫


টাঙ্গাইল সংবাদদাতা , : 30-06-2023

ঈদে ঘুরতে গিয়ে নিহত ৩, আহত ৫

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাসের চাপায়  দুই বন্ধুসহ ব্যাটারিচালিত অটোরিকশার  ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার ( ৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এই দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতরা হলেন টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার মো. আওয়াল মিয়া (১৭) ও তার বন্ধু মো. ফকর (১৬) এবং অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫)।  

নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে ১১ বন্ধু ঘুরতে বের হয়েছিলেন। তাদের অটোরিকশাকে সামনে থেকে একটি বাস চাপা দেয়। এ ঘটনায় চালকসহ ৮ জন আহত হন।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক  মো. আওয়াল মিয়া, মো. ফকর ও মো. বাবু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বাকি পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ‘দ্রুতগামী একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। এ সময়  বিপরীত দিকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়।  ঘটনাস্থলে বাস পাওয়া যায়নি। তবে অটো রিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’

/ঢাকা বিজনেস/কাওছার/এনই 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com