টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি) শুরু হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
বিবিএফসির চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মানুনুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও আলোক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন।
খেলায় ২৪টি দল অংশগ্রহণ করে। আগামী ২ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের উদ্যোগে ২০১৬ সালে প্রথম বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলার আয়োজন করা হয়। এরপর থেকে ঈদ পরবর্তী তিন দিন এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। আয়োজক ব্যাচ ও চেয়ারম্যান প্রতি বছরই পরিবর্তন হয়ে থাকে। এ বছরের সপ্তম আসরের আয়োজন করছে এসএসসি ২০১৪ ব্যাচ। প্রতি বছরই এ ধারাবাহিকতায় নতুন নতুন বিষয় সংযোজিত হচ্ছে।
নোমান/এইচ