ফের প্লেব্যাকে বালাম


বিনোদন ডেস্ক , : 27-06-2023

ফের প্লেব্যাকে বালাম

জনপ্রিয় গায়ক বালাম। বহুদিন নিজেকে আড়াল করে রেখেছেন গানের দুনিয়া থেকে। তবে আশার কথা হলো এই যে, ফের গানে ফিরেছেন বালাম। এই কথা হতো অনেকেরই জানা। এবার আরেক নতুন চমক দিলেন এই শিল্পী। বালাম আবারও প্লে-ব্যাকে ফিরছেন। প্রায় ১০ বছর পর প্লেব্যাক করলেন তিনি। এতে বালামভক্তরা অনেকটা উন্মাদনায় ভাসছেন। সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘প্রিয়তমা’য় এই শিল্পী কোনালের সঙ্গে গাইলেন।

যদিও প্লেব্যাকের বিষয়টি নিশ্চিত করেননি বালাম-কোনাল দুজনের কেউ। সূত্র জানায়, এ গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, সুর-সংগীত আকাশের। গানের শিরোনাম ‘ও প্রিয়তমা’।

তবে দুজনেই তাদের পেজে নিজেদের ছবি শেয়ার করে রহস্য বাড়িয়েছেন। এর আগে শাকিবের ‘আমাদের ছোট সাহেব’ ছবিতে গেয়েছিলেন বালাম।

নেটিজেনরা বলছেন, ঈদে মুক্তি পেতে যাওয়া আলোচনায় থাকা প্রিয়তমা ছবির রোমান্টিক এ গানে কোনালের সঙ্গে বালামের দুর্দান্ত কামব্যাক হতে পারে। তবে বালাম-কোনাল এ দুই শিল্পী কেউই গানটি নিয়ে মুখ খোলেননি। তারা জানাচ্ছেন, সময়মতো সবকিছু জানাবেন।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com