রামপালের ৩২ হাজার মেট্রিক টন কয়লা মোংলায়


জামাল হোসেন বাপ্পা , : 25-06-2023

রামপালের ৩২ হাজার মেট্রিক টন কয়লা মোংলায়

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি বসুন্ধরা  জাহাজ মোংলা বন্দরের নোঙ্গর করেছে। রোববার (২৫ জুন) বিকাল ৫টায় কয়লাবাহী জাহাজটি মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে জাহাজটি নোঙ্গর করে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কয়লাবাহী জাহাজটি রোববার বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর অ্যাংকোরেজে নোঙ্গর করেছে। ঘণ্টাখানেক পর  ৬টার দিকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। পরে, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া হবে। এরপর জেটির নিজস্ব গ্রাস্পের (কামরিকল) মাধ্যমে লাইটারেজের কয়লা উত্তোলন করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির কয়লার গোডাউনে।’

এর আগে, চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনের পতাকাবাহী জাহাজ এম ভি জে হ্যায়। আর গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেসে করে ৩০ হাজার টন ও ২৯ মে একই জাহাজে করে ৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল মোংলা বন্দরে।

ঢাকা বিজনেস /এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com