ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড পেলেন শান্ত


বিনোদন ডেস্ক , : 25-06-2023

ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড পেলেন শান্ত

পুরো নাম মশিউর রহমান শান্ত হলেও আরজে শান্ত নামেই অধিক পরিচিত৷ দেশের এই জনপ্রিয় আরজে নিজের কাজের মাধ্যমে এখন আন্তর্জাতিকভাবে আলো ছড়াচ্ছেন৷ ২০২৩ সালে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। একইসঙ্গে জিতে নিয়েছেন ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড ২০২৩৷  

থাইল্যান্ডের ব্যাংককে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়৷ ৬৪ দেশ থেকে আগত প্রতিনিধিদের নিয়ে ৩ দিনব্যাপী এই আয়োজন চলেছে ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরে৷ 

আরজে ও লেখক শান্ত মূলত তার বিভিন্ন কাজের কারণে সুপরিচিত৷ প্রতিভাবান এই তরুণের ইতোমধ্যে ১৭টি বই প্রকাশ হয়েছে৷ এর বাইরেও বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছেন তিনি। 

বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার প্রতিষ্ঠান ভয়েজ ফ্যাক্টরি বাংলাদেশ ও টার্নিং টকস বাংলাদেশ নিয়ে৷ যদিও হাজার ব্যস্ততার মাঝে থেমে নেই তার রেডিও শো৷  রেডিও ধ্বনিতে আহা জীবন ও হোয়াইট কালার নামে দুটো শো করে যাচ্ছেন তিনি৷ 

উল্লেখ্য ২০২১ সালে নেপালের প্রেসিডেন্ট থেকে তিনি গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডও পেয়েছেন৷ জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত নিজের দেশের মানুষের জন্য কাজ করে যেতে চান শান্ত৷

অ্যাওয়ার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরস্কার পাওয়া বরাবরই আনন্দের। তবে এই আনন্দ দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দেয়৷ তাই চেষ্টা করবো আগামীতেও কাজের ধারাবাহিকতা বজায় রাখতে৷’ 

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com