নিলামে জ্যাকসনের হ্যাট


বিনোদন ডেস্ক , : 24-06-2023

নিলামে জ্যাকসনের হ্যাট

প্রয়াত পপ-কিংবদন্তি মাইকেল জ্যাকসন। তার ‘মুনওয়াক’ নাচ ভক্তদের কাছে ছিল খুবই প্রিয়। এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন, তা এবার নিলামে উঠতে যাচ্ছে।

আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের প্যারিসে সংগীত জগতের বিভিন্ন স্মারক নিয়ে একটি নিলামের আয়োজন করা হবে। ওই নিলামে জ্যাকসনের হ্যাটটিও তোলার পরিকল্পনা করা হয়েছে।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় কালো রঙের হ্যাটটি পরেছিলেন পপ দুনিয়ার বাদশা জ্যাকসন। কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। পরবর্তী সময় এই নাচ তার ‘ট্রেডমার্ক’-এ পরিণত হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর নিলাম প্রতিষ্ঠান দ্রুয়োত তাদের সংগ্রহে থাকা জ্যাকসনের হ্যাটটি নিলামে তুলবে। এর মূল্য ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com