টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের প্রতিবাদ


টাঙ্গাইল সংবাদদাতা , : 23-06-2023

টাঙ্গাইলে বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণের প্রতিবাদ

টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে কাঁচাবাজার নির্মাণ করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (২৩ জুন) বিকালে পৌর শহরের টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই স্কুলের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট জিনিয়া বখশ্, মাহমুদা শেলী, মেহেনিগার হোসেন তন্ময়, মীর শেলী, রাবেয়া সুলতানা, অভিভাবকের পক্ষে শহীদুল ইসলাম, হোসনে আরা নাজমা, বর্তমান শিক্ষার্থী কানিজ ফাতেমা মীম বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কুদরত ই এলাহী খান ওই স্কুলের ভেতরে পাইকারি কাঁচাবাজার নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই স্কুলের ভেতরে কোনো দোকান হতে দেওয়া হবে না। সে-ক্ষেত্রে আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নেবো। 

এসময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। 

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com