বজ্রপাত ঠেকাতে বাগেরহাটে ১ লাখ তালগাছ রোপণের উদ্যোগ


বাগেরহাট সংবাদদাতা , : 22-06-2023

বজ্রপাত ঠেকাতে বাগেরহাটে ১ লাখ তালগাছ রোপণের উদ্যোগ

খুলনা বিভাগীয় কশিনার মো. হেলাল মাহমুদ শলীফ বলেছেন, ‌‘বজ্রপাত থেকে রক্ষার অন্যতম উপায় জনসচেতনতা বাড়ানো। সরকার এই বিষয়ে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বাগেরহাটে ১ লাখ তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।’

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে ফকিরহাট উপজেলার বেতাগায় তালের চারা রোপণ করে তিনি এসব কথা বলেন।

হেলাল মাহমুদ শলীফ বলেন, ‘বজ্রপাত বাংলাদেশের মানুষের কাছে এক মহা আতঙ্কে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যু হার বেড়েছে। এতদিন এই বজ্রপাত ছিল গ্রাম, হাওর বা বিল এলাকায়, এখন শহর এলাকায়ও দেখা যাচ্ছে। বর্তমান সরকার বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি রোধে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। বজ্রপাত এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ এবং পরিবেশবিদের একসঙ্গে কাজ করতে হবে।’

এসময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, এডিসি জেনারেল হাফিজ আল আছাদ, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদাল, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান বাবু স্বপন দাসসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বাপ্পা/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com