সেনেগালের কাছে এক হালি গোল খেয়ে হারলো ব্রাজিল


ক্রীড়া ডেস্ক , : 21-06-2023

সেনেগালের কাছে এক হালি গোল খেয়ে হারলো ব্রাজিল

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর চলতি বছর মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হারে তারা। তবে, গিনির বিপক্ষে জয়ের দেখা পায় নেইমার বাহিনী। কিন্তু এবার আফ্রিকার আরেক দেশ সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরে গেলো ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে পর্তুগালের লিসবনের হোসে আলবালাদে স্টেডিয়ামে সেনেগালের কাছে হেরেছে নেইমারবিহীন ব্রাজিল। ম্যাচে সেনেগালের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে, একটি করেন দিয়ালো, আরেকটি ছিল আত্মঘাতি গোল। ব্রাজিলের হয়ে পরাজয়ের ব্যবধান কমান লুকাস পাকুয়েতা ও মারকুইনহোস।

অবশ্য ম্যাচের শুরুতে লিড পেয়েছিল ব্রাজিলিয়ানরা। তবে এরপরই তাদের ছন্দ পতনে উজ্জীবিত ফুটবল খেলে দুই গোলে এগিয়ে যায় সেনেগাল। পরে ব্যবধান কমালেও শেষ রক্ষা আর হয়নি সেলেসাওদের। উল্টো ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আরেকটি গোল করে সেলেসাওদের কফিনে শেষ পেরেক মেরে দেন আফ্রিকার দেশটি।

এতে দুই দলের দ্বিতীয়বারের দেখায় প্রথমবার জয়ের দেখা পেলো সেনেগাল। এর আগে ২০১৯ সালে সিঙ্গাপুরে প্রথম দেখায় ম্যাচটি ১-১ ড্র হয়েছিল।

ঢাকা বিজনেস/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]