সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : তথ্যমন্ত্রী


ঢাকা বিজনেস ডেস্ক , : 20-06-2023

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে : তথ্যমন্ত্রী

একটি পক্ষ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন,সবাইকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।  

মঙ্গলবার (২০ মে) চট্টগ্রামে আয়োজিত রথযাত্রায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এই দেশে সকল ধর্মের মানুষ ও সকল সম্প্রদায়ের সমান অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি পক্ষ সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন চালাতে চায়। মাঝে মধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায়।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় রথযাত্রায় সহায়তা করছে। আমাদের এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ সকলের দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলিম হিন্দু বৌদ্ধ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করেছে।’

ঢাকা বিজনেস/এমএ



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com