আর নেই অভিনেত্রী থর্ন


বিনোদন ডেস্ক , : 20-06-2023

আর নেই অভিনেত্রী থর্ন

‘টু দ্য ম্যানোর বর্ন’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করা ব্রিটিশ অভিনেত্রী অ্যাঞ্জেলা থর্ন আর নেই। নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

অভিনেত্রী অ্যাঞ্জেলার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। ছেলে রুপার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, গত ১৬ জুন মৃত্যু হয়েছে অ্যাঞ্জেলির। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও নাতি-নাতনিদের রেখে গেছেন। আমরা সবাই খুব মিস করব তাকে।

ব্রিটিশ অভিনেতা রুপার্ট ও লরেন্স পেনরি-জোনসের মা অ্যাঞ্জেলা থর্ন। তার স্বামী অভিনেতা পেনরি জোনস। যিনি ১৯৮১ সালে ‘টু দ্য ম্যানোর বর্ন’-এর দুটি পর্বে অভিনয় করেছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর বলছে, এ অভিনেত্রী ১৯৭৯ সালে মাইকেল এলফিকের বিপরীতে বিবিসি কমেডি থ্রি আপ, টু ডাউনে অভিনয় করেছিলেন।

এই অভিনেত্রী গিল্ডহল স্কুল অব মিউজিক অ্যান্ড ড্রামায় স্কলারশিপ নিয়ে প্রশিক্ষণ নেন এবং পরে রেপার্টরি মৌসুমে অভিনয় করেন।

ঢাকা বিজনেস/এন/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com