নতুন সিনেমায় পূজা 


বিনোদন ডেস্ক , : 20-06-2023

নতুন সিনেমায় পূজা 

ঢাকাই সিনেমার হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। পোড়ামন ২ দিয়ে জয় করেছিলেন দর্শকদের মন। এবার ‘লিপস্টিক’ সিনেমাতে জুটি বাঁধতে চলেছেন আদর আজাদের সাথে। পূজা চেরি নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রবিবার (১৮ জুন)।

ক্যারিয়ারের শুরু থেকেই সুনিপুণ অভিনয় আর অভিব্যক্তিতে নজর কেড়েছেন সবার। জুটি বেঁধেছেন শাকিব খান, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, আব্দুন নূর সজলের মতো তারকাদের সাথে। গত ঈদে আলো ছড়িয়েছেন ‘জ্বীন’ সিনেমায়। তবে অনেক দিন থেকেই পাওয়া যাচ্ছিলো না তার নতুন কোনো সিনেমার খবর। এবার জানা গেল ১৮ জুন তিনি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার নাম লিপস্টিক। সঙ্গে আছেন আদর আজাদ। গল্প বা চরিত্র নিয়ে খোলাসা করে কিছু বলেননি পূজা। 

সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। গল্প ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। তবে কোন প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা এটি সেটিও বলতে নারাজ পূজা। এ সিনেমার মাধ্যমে এক বছর পর সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন পূজা চেরি।

পূজা বলেন, 'এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। ঠিক কোনোটাই আমাকে টানেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প! আমাকে নতুনভাবে দেখবে দর্শক।'

২০ জুলাই থেকে শুরু হবে সিনেমার শুটিং। শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরে। পূজা-আদর জুটি নিয়ে বেশ আশাবাদী পূজা চেরি। এর আগে তারা নাকফুল নামের একটি সিনেমায় কাজ করেছেন, যেটি মুক্তির অপেক্ষায়।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com