হিলিবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 29-12-2022

হিলিবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

একবছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে ৫টি ভারতীয় ট্রাকে ১২৭ মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাপ। 

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স টপ লাইন এন্টার প্রাইজের প্রতিনিধি আব্দুস সোবহান বলেন, ‌‌‌‘আজ‌ বৃহস্পতিবার বিকাল ৫ টারদিকে আমাদের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে দিনাজপুরের ফুলবাড়ীর মেসার্স গুপ্তা এন্টার প্রাইজ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫টি ভারতীয় ট্রাকে ১২৭ মেট্রিক টন কয়লা আমদানি করে। কয়লাগুলো ভারতের রানীগঞ্জ থেকে আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কয়লার শুল্ক, গাড়ি ভাড়া, লেবার খরচ করার পর বলা যাবে কত টাকা টন দরে বিক্রি হবে।’ 

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, ‘ভারতীয় ট্রাক থেকে কয়লা খালাস করা হচ্ছে। কাস্টমস ও পানামা পোর্টের কার্যক্রম শেষে কয়লাগুলো ছাড়করণ করা হবে।’ 

বুলু/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com