আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


বাগেরহাট সংবাদদাতা , : 19-06-2023

আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও র‌্যাব-৬। সোমবার (১৯ জুন ) দুপুরে উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএসটিআই এর অনুমোদন না থাকায় নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা  ও অনুমোদনহীন আইসক্রিম তৈরির মালামাল ধ্বংস ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com