ফের একসঙ্গে ইমন-মম


বিনোদন ডেস্ক , : 18-06-2023

ফের একসঙ্গে ইমন-মম

শোবিজ অঙ্গনের দুই জনপ্রিয় মুখ মামনুন ইমন ও জাকিয়া বারি মম। ১৫ বছর আগে এই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল দারুচিনি দ্বীপে। এরপর আর একসঙ্গে কাজ করেননি এই জুটি। এ সময় ইমন ব্যস্ত ছিলেন সিনেমা নিয়ে আর মম ব্যস্ত ছিলেন সিনেমা-নাটক নিয়ে।

গত বছর তাদের এই দূরত্ব ঘুচেছিল। ‘আগামীকাল’ শিরোনামের সিনেমায় দেখা গিয়েছিল দুজনকে। এক বছরের মাথায় ফের জুটি বাঁধলেন তারা। অভিনয় করেছেন ‘স্ক্রিপ্ট রাইটার’ নামের এক টেলিছবিতে।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘টেলিছবিটি নির্মিত হয়েছে একজন চিত্রনাট্যকারের গল্প নিয়ে। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে– এ আশা করাই যায়।’

মম বলেন, ‘ইমনের সঙ্গে বেশ বিরতির পর অভিনয় করেছি। শুধু সহশিল্পী নয়, সে আমার কাছের বন্ধুও। ‘স্ক্রিপ রাইটার’ টেলিছবিতে আমাদের রসায়ন জমেছে বেশ। এটুকু বলতে পারি, দর্শকের টেলিছবিটি পছন্দ হবে।’

প্রসঙ্গত, ‘স্ক্রিপ রাইটার’-এর পরিচালক আনিসুর রহমান। আসন্ন ঈদুল আজহায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এ টেলিছবি।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com