ফ্রান্সের দক্ষিণাঞ্চলে পাহাড়ি এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল আরাবিয়ার একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
স্থানীয় সময় শনিবার (১৭ জুন) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এই প্রাণহানি ঘটে।
আঞ্চলিক প্রসিকিউটর প্যাট্রিস ক্যাম্বেরউ এএফপিকে বলেন, ‘ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভার বিভাগের গনফারন গ্রামের কাছে এই দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। অপরাধ এবং ফরেনসিক তদন্তকারীরা ঘটনাস্থলে ছিলেন।’
ফরাসি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানায়, নিহত ৩ জনের মধ্যে ২ জনই নিকটবর্তী দ্বিতীয় কমব্যাট হেলিকপ্টার রেজিমেন্টের প্রশিক্ষণ ঘাঁটির সৈন্য।’
স্থানীয় অগ্নিনির্বাপক কর্মীরা বলেন, এই বিমান দুর্ঘটনার জন্য আশেপাশের গাছপালাগুলোতে আগুন লেগে যাওয়ায় তাদের ডাকা হলে দ্রুত আগুন নিভানো হয়। বিধ্বস্ত বিমানের আগুন নেভাতে জল-কামান নিক্ষেপকারী হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়েছে।
ঢাকা বিজনেস/এইচ