‘এই মুহূর্তে প্রয়োজন নির্বাচনের পরিবেশ ঠিক রাখা’


টাঙ্গাইল সংবাদদাতা , : 17-06-2023

‘এই মুহূর্তে প্রয়োজন নির্বাচনের পরিবেশ ঠিক রাখা’

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের মাঠে দলগুলো ঐক্যমতে পৌছাতে পারেনি। অনেকেই বলছেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আসবেন না, আবার অনেকেই আসবেন এমন একটা অবস্থা চলছে। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত যে নির্বাচনগুলো হবে, সেগুলো যদি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি, মানুষ যদি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে এবং গ্রহণযোগ্য ভোট গ্রহণ করতে পারি, তবে অনেক দল তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এই সংকট থেকে আমরা উত্তোরণ পেতে পারি।’

তিনি আরও বলেন, ‘এখন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনগুলোকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। আমাদের এই মুহূর্তে প্রয়োজন নির্বাচন পরিবেশ ঠিক রাখা। এ বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা আস্থার জায়গা তৈরি করতে চাই।’ 

শনিবার (১৭ জুন) বিকালে টাঙ্গাইল সার্কিট হাউসে বাসাইল পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

রাশেদা সুলতানা বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই শুনতে পারছি নির্বাচনের পরিশেষ নেই। মানুষ নাকি ভোট দিতে পারে না, এ অবস্থা থেকে উত্তোরণ চাচ্ছি। জাতীয় নির্বাচনের আগে আমাদের এ অবস্থা থেকে উত্তোরণ হতে হবে। এসব নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের ভিতটাকে মজমুত করতে চাই। সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কমিশন কারও খারাপ কাজের দায় নিবে না।’ 

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মতিয়ুর রহমান, বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নোমান/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]