অভিনয় থেকে কাজলের বিদায়!


বিনোদন ডেস্ক , : 17-06-2023

অভিনয় থেকে কাজলের বিদায়!

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। কাজ করেছেন বলিউডেও। তবে হঠাৎ করেই কাজের বাইরে চলে যান এ অভিনেত্রী। গুঞ্জন চাউর হয়েছে, সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাগাধিরা খ্যাত এ অভিনেত্রী।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি। কারণ হিসেবে সামনে এসেছে, কাজলের সন্তান নীলকে সময় দিতে না পারা। ছেলেকে সময় দিতেই সিনেমা থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে তার এই বিরতি সাময়িক নাকি চূড়ান্ত, সে ব্যাপারে জানা যায়নি।

কাজল আগরওয়ালের হাতে এখন দুটি সিনেমার কাজ রয়েছে। নন্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘ভগবন্ত কেশরি’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান ২’-এর শুটিং শেষ করার পরেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি।

এদিকে, বৃহস্পতিবার (১৫ জুন) কাজল আগরওয়াল একটি টুইট করেন। টুইটারে ঐতিহ্যবাহী পোশাকে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে তিনি বলছেন, তিনি তার দেওয়া প্রতিশ্রুতি গুটিয়ে নিচ্ছেন এবং এখন শিথিল হতে যাচ্ছেন।

অভিনেত্রীর এমন টুইট ভক্তদের দুশ্চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের ক্যারিয়ার সম্পর্কে নতুন কোনো ঘোষণা দেবেন কাজল আগারওয়াল।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com