৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়িতে ইন্দোনেশিয়ান জাহাজ


কক্সবাজার করেসপন্ডেন্ট , : 14-06-2023

৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়িতে ইন্দোনেশিয়ান জাহাজ

৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমবি জিসিএল প্রদীপ নামে আরেকটি ইন্দোনেশিয়ান জাহাজ ভিড়েছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে। বুধবার (১৪ জুন) সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি জেটিতে আনা হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। 

এই কর্মকর্তা আরও জানান, চট্টগ্রামবন্দরের অভিজ্ঞ পাইলটের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে প্রায় ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে এসেছে জাহাজটি। জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে গড়ে ওঠা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য গত দেড় মাসে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে চারটি জাহাজে এলো আড়াই লাখ মেট্রিক টন কয়লা।

এর আগে ১৯ মে এই বন্দরে ভিড়েছিল দ্বিতীয় বড় জাহাজ হংকংয়ের পতাকাবাহী জাহাজ এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার। এ জাহাজ ভিড়িয়ে গভীর সমুদ্র বন্দরের অনুমোদনও পেয়ে গেছে মাতারবাড়িবন্দর। জাহাজটি ভেড়ানোর সময় মাতারবাড়ি বন্দরের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন।

তবে এখনপর্যন্ত বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৫টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর। 

এর আগে ১১৪টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার ওপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর।

ঢাকা বিজনেস/আনাম/এনই/ 



উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]