১৪৬ রানে থেমে গেলেন শান্ত


ক্রীড়া ডেস্ক , : 14-06-2023

১৪৬ রানে থেমে গেলেন শান্ত

বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে স্টাইলে মাত্র ১১৮ বলে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি । জীবন পেয়েও ৩ রানের বেশি করতে পারলেন না শান্ত। দেড় শো রানের খুব কাছে গিয়েও আমির হামজার বলে ১৪৬ রানে থামে শান্তর ইনিংস। হামজাকে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন নাসির জামালের হাতে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারে এসেই আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের প্রথম বলেই বিদায় নেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।

এদিকে, নিজেদের সর্বশেষ টেস্টে আয়ারল্যান্ডন্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেলে ২০১৮ সালের পর আবারও টানা দুই টেস্ট জয়ের স্বাদ নিবে টাইগাররা। ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। 

সব কিছু বিবেচনায় টেস্ট জয়ের ক্ষেত্রে ফেভারিট বাংলাদেশ। কিন্তু অতীত টাইগারদের জন্য সুখকর নয়। এই ফরম্যাটে একবারের দেখায় আফগানিস্তানের কাছে ২২৪ রানে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টিতে খেলার বেশিরভাগ সময় ভেস্তে গেলেও, রশিদের দুর্দান্ত বোলিয়ে নাটকীয় জয় পায় আফগানিস্তান। ওই ম্যাচে ১১ উইকেট নিয়ে টাইগারদের ইনিংস ধসিয়ে দেন রশিদ খান। ওই ম্যাচটি আফগানিস্তানের ইতিহাসে দ্বিতীয় টেস্ট ছিল।

ঢাকা বিজনেস/এমএ/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]