অভিনয় ছাড়ছেন ব্রায়ান


বিনোদন ডেস্ক , : 14-06-2023

অভিনয় ছাড়ছেন ব্রায়ান

 হলিউডের বর্ষীয়ান অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন। ‘ব্রেকিং ব্যাড’ সিরিজটি দিয়ে দর্শক-মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন তিনি। সিরিজটিকে সর্বকালের অন্যতম সেরা প্রযোজনা হিসেবে বিবেচনা করা হয়। তবে এ বর্ষীয়ান অভিনেতা নিজের চেনা ভুবনকে বিদায় জানাচ্ছেন। সম্প্রতি তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, অভিনয়কে বিদায় জানানোর সময় চলে এসেছে তার। 

এ সাক্ষাৎকারে ব্রায়ান জানান, আমেরিকা ছেড়ে নিজ গ্রামে চলে যাবেন এই ৬৭ বছর বয়সি অভিনেতা। অভিনয়জীবনকে কিছুদিনের মধ্যে বিদায় জানাবেন। নিজ গ্রামে গিয়ে স্ত্রী রবিন ডেরডেনের সঙ্গে একটা সাদামাটা জীবনযাপন করতে চান তিনি। রবিন ডেরডেনের সঙ্গে ৩০ বছরের দাম্পত্য জীবন ব্রায়ান ক্র্যানস্টনের। 

জানা গেছে, ব্রায়ানের জন্মস্থান ফ্রান্সে। ২০২৬ সাল নাগাদ তিনি আমেরিকা ছেড়ে সেখানে পাড়ি দেবেন বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এ অভিনেতা ওয়েস অ্যান্ডারসনের পরিচালনায় ‘অ্যাস্টোরোয়েড সিটি’ শিরোনামে একটি সিনেমায় কাজ করছেন। 

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]