ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার(১৩ জুন) কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ২২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৭৯ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আনোয়ার গ্যালভানাইজিং ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৮ লাখ টাকা, স্যালভো কেমিক্যাল ১ কোটি ১৪ লাখ টাকা ও সোনালী পেপার ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা বিজনেস/এমএ/