দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর


ঢাকা বিজনেস ডেস্ক , : 13-06-2023

দেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর

দেশের মানুষের গড় আয়ু  বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস (বিসিএস)। মঙ্গলবার (১৩ জুন) সকালে পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বিসিএস-২০২২’-এর প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২২ সালে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ দশমিক ৪ বছর।  যা ২০২১ সালে ছিল ৭২ দশমিক ৩ বছর। এতে আরও বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৮ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সামগ্রিকভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে। ২০২১ সালে দেশে এক বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ছিল হাজারে ২২ জন। আর ২০২২ সালে বেড়ে হয়েছে ২৫ জন।

জরিপে আরও দেখা গেছে, ২০২২ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার কিছুটা বেড়েছে। ২০২১ সালে দেশে প্রতি হাজারে মৃত্যুহার ছিল ৫ দশমিক ৭, ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৮।

ঢাকা বিজনেস/এনই/


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com