ইউক্রেন পাল্টা আক্রমণ করতে ব্যর্থ : পুতিন


আন্তর্জাতিক ডেস্ক , : 10-06-2023

ইউক্রেন পাল্টা আক্রমণ করতে ব্যর্থ : পুতিন

ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন। তিনি বলেন, এখন পর্যন্ত কিয়েভ তার লক্ষে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (৯ জুন) টেলিগ্রামে প্রকাশিত রুশ সাংবাদিকের নেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, আমরা নিশ্চিতভাবেই বলতে পারছি, ‘ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু হয়েছে। কিন্তু যুদ্ধাঞ্চলের কোথাও ইউক্রেনীয় বাহিনী তাদের লক্ষে পৌঁছাতে পারেনি।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘গত পাঁচদিন ধরে পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। গতকাল ও তার আগের দিন প্রচণ্ড যুদ্ধ হয়েছে ।ইউক্রেনের বাহিনীর অনেক সৈন্য হতাহত হয়েছে। কিন্তু কিয়েভের লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইউক্রেন বলে আসছে তারা তাদের মাটি থেকে রুশ সৈন্যদের হটাতে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি।

ঢাকা বিজনেস /এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com