সিরিয়ায় গমের ফলন ২০২৩ সালে ১০ লাখ টনে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুসেইন আরনাস।
স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) কেন্দ্রীয় প্রদেশ হামা সফরের সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রী হুসেইন আরনাস বলেন, ‘এই বছর দেশটির গমের ফলন ১০ লাখ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।’
এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আনুমানিক সাড়ে ৩ লাখ টন গম উৎপাদিত হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, এই বছর গমের গুণমান ভালো।
ভালো ফসলের আশা থাকলেও এখনও যুদ্ধ-পূর্ব গড় শস্য সংগ্রহের ৪১ লাখ টনের অনেক নিচে। দেশটি ইতোপূর্ব গমে স্বয়ংসম্পূর্ণ ছিল, তবে গৃহ যুদ্ধের কারণে এখন দেশীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে গম আমদানি করতে হচ্ছে।
ঢাকা বিজনেস/এইচ