অক্টোবরে উই সামিট, লোগো উন্মোচন


বেনজির আবরার , : 10-06-2023

অক্টোবরে উই সামিট, লোগো উন্মোচন

বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) নিয়মিত আয়োজন ‌‘উই সামিট’-এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ও ৭ অক্টোবর বসুন্ধরাস্থ আইসিসিবি’র নবরাত্রি হলে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সামিট। 

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে সামিটের পার্টনারদের সঙ্গে নিয়ে লোগো উন্মোচন করে কেক কাটেন উই’র প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।এসময় দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় উই’র ডিরেক্টর ইমানা জ্যোতি বলেন, ‘আমাদের এবারের থিম সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের সময়ের নারীর অবদান, স্বাধীনতার সঙ্গে বর্তমানকে যোগসূত্র দিয়ে।’

উই’র উপদেষ্টা মেজর (অব.) কবির সাকিব বলেন, ‘এবারের উই সামিটে দেশের ৬৪টি জেলার নারী উদ্যোক্তারা আসবেন, বছরে এই দুটি দিনের জন্য আমাদের সদস্যরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।’ 

উই সামিটের নিবন্ধন লিঙ্ক পেতে ক্লিক করুন এখানে। 

নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো এবারের উই সামিটের কথা বেশি করে ছড়িয়ে দিতে, যাতে বগুড়ার উদ্যোক্তা বোনটার সঙ্গে কাপ্তাইয়ের বোনটার পরিচিতি হয়। যাতে বিভিন্ন দেশের বায়ারেরা আমাদের আয়োজনে এসে আমাদের পণ্য রপ্তানিতে সহযোগিতা করে, যাতে আমরা বলতে পারি আমরা নারী, আমরা পারি।’

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]