নিপুণকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জায়েদের


বিনোদন ডেস্ক , : 10-06-2023

নিপুণকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জায়েদের

চিত্রনায়িকা নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের সঙ্গে কম জলঘোলা হয় নি। আদালত পর্যন্ত গড়িয়েছিল তাদের কাদা ছোঁড়াছুড়ি। এবার নিপুনকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জায়েদ খান। 

শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে পুলিশের সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতা মূলক পথনাটক ‘মুখোশ’ প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ আহ্বান জানান।

জায়েদ খান বলেন, 'একটা মানুষ অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত, সে জোর করে যদি সেক্রেটারি হয়, কিছু করার নাই। ভোটে শিল্পীদের স্বাধীন মতামতে ১৭৬ ভোটে আমি নির্বাচিত হয়েছি। আর আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬৩ ভোট। তারপরেও তিনি জোর করে বসছেন। মারামারি করতে যাইনি এটা নিয়ে, মেয়েদের সাথে নিশ্চই মারামারি করা সাজেনা।'

চিত্র নায়িকা নিপুণের জন্মদিনে তাকে আপনি কি বার্তা দিতে চান ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জন্মদিনে একটা বার্তা দিতে চাই, পরিচ্ছন্ন থাকা উচিত। জোর করে চেয়ারে বসে, মানুষের যে ভালবাসা, একটুকু নষ্ট করা উচিত না। একজন শিল্পী হিসেবে অবশ্যই তাকে শুভেচ্ছা জানাবো। তার সঙ্গে অভিনয়ও করেছি।'

তিনি আরও বলেন, 'ভোটে আমি শিল্পীদের অভিভাবক। চেষ্টা করেছি শিল্পীদের সেবক হতে। আমার সময় শিল্পী সমিতির আলাদা একটা আওয়াজ ছিল। সব শিল্পীদের একত্র করে, সিনিয়র-জুনিয়র নিয়ে আমি বিভিন্ন ধরনের মিলন মেলা করেছি। আজকে সেটা কিন্তু বন্ধ।'

এছাড়া জায়েদ খান জানান, বেআইনী, অগঠনতান্ত্রিক, অনির্বাচিত হয়ে চেয়ারে বসা একজন শিল্পীর জন্য অপমানজনক, এটা লজ্জাজনক ও ঘৃন্য কাজ। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। নিজে যে পরাজিত সেটা মেনে, যিনি জয়ী তাকে তার ফুল দিয়ে বরন করা উচিত।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]