সংসদে আয়কর বিল উত্থাপন


স্টাফ রিপোর্টার , : 09-06-2023

সংসদে আয়কর বিল উত্থাপন

আয়কর ব্যবস্থাপনা সহজ করতে এবং অর্থনীতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে জাতীয় সংসদে আয়কর বিল ২০২৩ উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বিলটি উত্থাপন করেন।

এসময় মন্ত্রী বলেন, ‌‘প্রস্তাবিত আইনটি সমগ্র অর্থনীতিতে শৃঙ্খলা আনবে এবং এটি সামগ্রিকভাবে কর আরোপ, আদায় এবং ব্যবস্থাপনা সহজ করবে।’

প্রস্তাবিত আইনটি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর রহিতপূর্বক যুগোপযোগী করে নতুনভাবে প্রণয়নকল্পে আনা হয়েছে। 

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠায়।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com