৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক


ঢাকা বিজনেস ডেস্ক , : 08-06-2023

৭০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক লিমিটেডের পর্ষদ ৭০০ কোটি টাকার নন-কনভার্টিবেল, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং, ফ্লোটিং রেটবিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৭ জুন) প্রতিষ্ঠানটির ৩৪৬তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 বৃহস্পতিবার (৮ জুন) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ব্যাংকের ৩৪৬তম পরিচালনা পর্ষদের সভায় ৭ বছর মেয়াদি এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যু করে ব্র্যাক ব্যাংক তাদের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে ব্যাংকটি। 

২০০৭ সালে তালিকাভুক্ত ব্যাংকটি সবশেষ ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ আর সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার। এর আগের বছরওে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। ২ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনী কোম্পানির শেয়ার বৃহস্পতিবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ৩৫ টাকা ৮০ পয়সা।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]