সীমানা পিলার মেরামত কাজ পরিদর্শনে ভারতে প্রতিনিধি দল


হিলি (দিনাজপুর) সংবাদদাতা , : 08-06-2023

সীমানা পিলার মেরামত কাজ পরিদর্শনে ভারতে প্রতিনিধি দল

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানা পিলার পুনর্নির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের জন্য ভারতে গেলেন বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের  ৬ সদস্যের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল বারিকের নেতৃত্বে প্রতিনিধি দল ৩ দিনের সরকারি সফরে ভারতে গেছেন। 

প্রতিনিধি দলটি হিলি চেকপোস্টে পৌঁছালে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যুগ্ম সচিব এমএম আরিফ পাশা, উপ-পরিদর্শক (জরিপ) মো. মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামসুল আজম, সহকারী জরিপ কর্মকর্তা মো. পারভেজ মিয়া ও মো. আশরাফুল হোসেন। 

জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শামসুল আজম বলেন, ‘বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক সীমানা পিলার যৌথভাবে পরিদর্শন করা হবে। এ জন্য আমরা ৩ দিনের সরকারি সফরে ভারতে যাচ্ছি।’ 

বুলু/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com