হাটে উঠবে ফরিদপুরের ডন: দাম ২৫ লাখ টাকা


সনতচক্রবর্ত্তী, ফরিদপুর , : 08-06-2023

হাটে উঠবে ফরিদপুরের ডন: দাম ২৫ লাখ টাকা

 কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৬০০ কেজি ওজনের ‘ডন’ নামের একটি গরু। উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। লম্বায় ১২ ফুটের বেশি। যার দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। হাটে ওঠার আগেই ফ্রিজিয়ান জাতের বিশাল আকৃতির এ গরু নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। 

খোঁজ নিয়ে জানা গেছে, গরুটির মালিক ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরেরকান্দি গ্রামের রুবায়েত হোসেন। প্রাকৃতিক উপায়ে এই গরু মোটাতাজাকরণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে দরদাম করছেন। ভালো দাম পেলে ডনকে বিক্রি করবেন রুবায়েত।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান আজিজ বলেন, ‘‘ফেসবুকে ‘ফরিদপুরের ডনের’ খবর ছড়িয়ে পড়লে অনেক ক্রেতা অনলাইনের মাধ্যমে দামদর করছেন। রুবায়েত ২৫ লাখ টাকা হলে ডনকে বিক্রি করবেন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় জমাচ্ছে।’’

গরুর মালিক রুবায়েত হোসেন  বলেন, ‘বছর দুই আগে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরুটি কিনি। ঘরে রেখেই লালন-পালন করেছি। এরমধ্যে একদিনের জন্যও গরুটিকে ঘরের বাইরে নেওয়া হয়নি। গত সপ্তাহে ঘর ভেঙে তাকে বাইরে আনা হয়।’

রুবায়েত বলেন, ‘সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে প্রস্তুত করা হয়েছে ডনকে। নিজে ঘাস চাষ করে গরুকে খাইয়েছি। এছাড়া ছোলা, ভুসি এমনকি প্রতিদিন কমলা, মাল্টা, আঙ্গুর ও কলা খেতে দিয়েছি। এখন এই গরু ২৫ লাখ  টাকা হলে বিক্রি করবো।’ 

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ  বলেন, ‘ফ্রিজিয়ান জাতের গরু পালনে রুবায়েত সফল হয়েছেন। আমরা খোঁজ নিয়েছি এবং গরুটিকে যেন কোনো প্রকার ওষুধ প্রয়োগ না করা হয়, এ জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তাকে নানা পরামর্শ দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/এনই/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]