নরসিংদীতে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ


নরসিংদী সংবাদদাতা , : 07-06-2023

নরসিংদীতে তীব্র গরমে ২৫ শিক্ষার্থী অসুস্থ

নরসিংদীতে তীব্র গরমে একটি বিদ‍্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এসময় তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 

বুধবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার বাহেরচরে শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার শাহাদাত হোসেন বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের পানি ঢেলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে স্বজনরা এসে হাসপাতাল থেকে তাদের বাড়ি নিয়ে যান।’

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, ‘প্রচণ্ড গরমে ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করি। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হতে শুরু করে, সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন সরকার বলেন, ‘প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করার কারণে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অনেকে সকালে নাস্তাও করে আসেনি। তাই তারা গরমে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তী সময়ে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।’

মাহমুদ/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com