সুখবর জানালেন স্বরা


বিনোদন ডেস্ক , : 07-06-2023

সুখবর জানালেন স্বরা

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। চলতি বছরের জানুয়ারি মাসের ৬ তারিখ দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্টার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে বিয়ে সারেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ছবিও প্রকাশ করেন।

এবার নতুন খবর জানালেন এই অভিনেত্রী। বিয়ের ৪ মাসের মধ্যেই মা হতে চলেছেন স্বরা। স্বামী ফাহাদকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি পোস্ট করে স্বরা লিখলেন, ”অনেক সময়ই আপনার প্রার্থনা পূরণ হয়। আর্শীবাদ পেয়েছি, কৃতজ্ঞ, দারুণ লাগছে। নতুন বিশ্বতে যেন পা দিয়েছি।”

কয়েকদিন আগে গুঞ্জন শোনা যায় তার অন্তঃসত্ত্বা হবার খবর। সেই গুঞ্জনই হল সত্যি। এবার স্বরাই নিজে জানিয়ে দিলেন মা হওয়ার কথা।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com