পদ্মা সেতুর কারণে মোংলা দিয়ে বাড়ছে গার্মেন্টসপণ্য রপ্তানি


জামাল হোসাইনে বাপ্পা, বাগেরহাট , : 06-06-2023

পদ্মা সেতুর কারণে মোংলা দিয়ে বাড়ছে গার্মেন্টসপণ্য রপ্তানি

পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রামের চেয়ে মোংলার দূরত্ব ৯০ কিলোমিটার কমে যাওয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।  রপ্তানিকারকরা মোংলাবন্দর দিয়ে এখন ইউরোপসহ বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু করেছে। মঙ্গলবার (৬ জুন)  দুপুরে  পোল্যান্ডের উদ্দেশে  গার্মেন্টস পণ্যবোঝাই  সিঙ্গাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস কিনসজহো’ জাহাজ মোংলার ৫ নম্বর জেটি থেকে ছেড়ে যায়। মংলাবন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

সহকারী জনসংযোগ কর্মকর্তা জানান,  জাহাজটিতে ঢাকার ১০ গার্মেন্টসের তৈরি বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যান্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন রপ্তানি পণ্য পোল্যান্ডের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আগামী ২২ জুন 'এম ভি মার্কস মোংলা' নামে আরও একটি জাহাজ  মোংলাবন্দর ছেড়ে যাবে ।

এই কর্মকর্তা আরও জানান,  এমভি  মার্কস কিনজহো জাহাজে ঢাকার ফকির নিটওয়ার, এপেক্স লিংগারি, এপেক্স স্পিনিং, নিট কনসার্ন, ফ্লামিংগো ফ্যাশান, অনন্ত গার্মেন্টস, লিবার্টি নিটওয়ার, এ কে এম নিটওয়ার, স্টালিং ডেনিমস, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্টসের পণ্য রয়েছে। 

মোংলাবন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামন মুন্সি  বলেন, ‘গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর রাজধানী ঢাকার সঙ্গে মোংলা বন্দরের দূরত্ব কমে দাঁড়ায় মাত্র ১৭০ কিলোমিটার। যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামের চেয়ে মোংলাবন্দরের দূরত্ব ৯০ কিলোমিটার কমে যাওয়ায় বিদেশে গার্মেন্টস পণ্য পাঠাতে অর্থ ও সময় সাশ্রয় হয়। ফলে এই পথে আগ্রহী হয়ে ওঠেন রপ্তানিকারকরা।’

মাকরুজ্জামান মুন্সি আরও বলেন, ‘পদ্মা সেতু  চালুর পর গত বছরের ২৭ জুলাই মোংলা দিয়ে প্রথম গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়। পদ্মা সেতু চালু হওয়ায় এখন মোংলা দিয়ে ইউরোপসহ বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি বাড়ছে।

ঢাকা বিজনেস/এমএ

উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]