টেকনাফে ধরা পড়লো ৪০ হাজার টাকার ১২ ইলিশ


কক্সবাজার সংবাদদাতা , : 28-12-2022

টেকনাফে ধরা পড়লো ৪০ হাজার টাকার ১২ ইলিশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে স্থানীয় এক জেলের জালে ১২টি ইলিশ মাছ ধরা পড়েছে, যার প্রতিটির ওজন ২ কেজি। পরে স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ওই জেলের কাছ থেকে ইলিশগুলো কিনে নিয়েছেন। ওই ব্যবসায়ী ভালো লাভ পেলেই মাছগুলো বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন। তিনি প্রায় ৪০ হাজার টাকা দাম হাঁকছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর)  রাত ৮টার দিকে টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছবাজারে ওই ১২টি ইলিশ মাছ বিক্রির জন্য আনা হয়। 

উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলীর জেলে মোহাম্মদ উল্লাহর জালে ইলিশগুলো ধরা পড়ে।

মোহাম্মদ উল্লাহ জানান, বিকালে ছোট একটি নৌকা নিয়ে জলিলের দিয়ার কাছাকাছি এলাকার নাফ নদীতে জাল ফেলেন। একই সময় বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করেন। বড়শিতে বিভিন্ন প্রজাতির কয়েকটি মাছ ধরা পড়ে। এর মধ্যে রাতে জাল টেনে তুলতেই দেখতে পান, একে একে ১২টি বড় আকারের ইলিশ। মাছগুলো দেখে তিনি খুবই খুশি। পরে মাছগুলো বরফ দিয়ে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। ওজন দিয়ে দেখেন ১২টি ইলিশ প্রায় ২৪ কেজি হয়েছে।

টেকনাফ পৌরসভা বাসস্টেশন মাছ বাজারে জেলে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে ১২টি ইলিশ মাছ কিনে নেন মাছ ব্যবসায়ী আবদুস শুক্কুর। তিনি বলেন, ‘নাফ নদীর ইলিশের কদর আছে। আর এ কারণেই এ নদীর ইলিশের দাম এমনিতেই একটু বেশি। এ নদীর ইলিশ সুস্বাদু। আমি ১২টি ইলিশ মাছ ২৮ হাজার টাকায় কিনেছি। এখন বেশি দাম পেলেই ইলিশ ১২টি বিক্রি করে দেবো। প্রতি কেজি দাম চাচ্ছি ১ হাজার ৬৬৬ টাকা।’

তাফহীমুল/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]