অভিনেত্রী সুলোচনা আর নেই


বিনোদন ডেস্ক , : 05-06-2023

অভিনেত্রী সুলোচনা আর নেই

মারাঠি ও হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লাতকর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে কাঞ্চন ঘানেকর।

দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন সুলোচনা। মুম্বাইয়ের দাদর এলাকার শুশ্রুষা হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আড়াইশর বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুলোচনা। অর্ধ শতাধিক মারাঠি সিনেমাতেও দেখা গেছে তাকে। অমিতাভ বচ্চন থেকে দিলীপ কুমার, দেব আনন্দের মতো অভিনেতার মায়ের চরিত্রে একাধিকবার দেখা গেছে এই অভিনেত্রীকে।

১৯২৮ সালে জন্ম সুলোচনার। চল্লিশের দশকে মারাঠি সিনেমার নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন সুলোচনা। তবে বলিউডের দর্শকরা তাকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো সুপারস্টারের অনস্ক্রিন মা হিসেবে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]