বগুড়ায় চালু হলো রেলের অনলাইন টিকিট বুকিং সিস্টেম


ঢাকা বিজনেস ডেস্ক , : 04-06-2023

বগুড়ায় চালু হলো রেলের অনলাইন টিকিট বুকিং সিস্টেম

বগুড়ায় চালু হয়েছে রেলের ডিজিটাল সেবা অনলাইন টিকিট বুকিং সিস্টেম। রোববার (৪ জুন) সকালে বগুড়া রেলস্টেশনে  অনলাইন টিকিট বুকিং সিস্টেমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ।

রাগেবুল আহসান রিপু বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। তারই ধারাবাহিকতায় বগুড়ায় রেলের যাত্রীদের জন্য এই সুবিধা চালু করা হলো। বগুড়া থেকে ঢাকাগামী ট্রেনের যাত্রীদের জন্য বর্তমানে টিকিটের সংখ্যা কম। টিকিটের সংখ্যা বৃদ্ধির জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব শিগগির টিকিটের সংখ্যা বাড়বে। এছাড়াও বগুড়ায় আরও একটি কোচ সংযোজনের বিষয়ে আলোচনা হয়েছে।’

অনুষ্ঠানে বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, ‘আজ থেকে যাত্রীরা ঘরে বসেই সহজ ডটকমের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারবে। বগুড়া টু ঢাকাগামী দুটি ট্রেন রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসে অনলাইনের মাধ্যমে দৈনিক ৭৫টি টিকিট কাটা যাবে।’

ঢাকা বিজনেস /এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]