আফগানিস্তানের বিপক্ষে সিরিজ টিকিয়ে রাখলো শ্রীলঙ্কা


ক্রীড়া ডেস্ক , : 04-06-2023

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ টিকিয়ে রাখলো শ্রীলঙ্কা

সিরিজ রক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৩২ রানে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। রোবাবর (৪ জুন) মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে ১-১ সমতায় সিরিজ বাঁচিয়ে রাখলো স্বাগতিকরা।

হাম্বানটোটায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো মেজাজে ব্যাটিং করতে থাকেন লঙ্কান ব্যাটাররা। ১৫তম ওভারে প্রথম উইকেটের হারায় শ্রীলঙ্কা। মোহাম্মাদ নবীর বলে এবিডাব্লিউ হয়ে ৫৬ বলে ৪৩ রান করে আউন হন ওপেনার প্রাথুম নিশানকা। এরপর দ্রুত উইকেট তুলে নেন আফগান বোলার নূর আহমেদ। নিশানকার মতো এবিডাব্লিউ হয়ে ৬২ বলে ৫২ করে ঘরে ফেরেন আরেক ওপেনার করুনারত্নে। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি শ্রীলঙ্কাকে। কুশল মেন্ডিসের ৭৫ বলে ৭৮ রানের ইনিংস ও শেষ দিকে শানাকা ও হাসারাঙ্গার ঝোড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। 

স্বাগতিকদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। তৃতীয় ওভারেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ দলের স্কোর বড় চেষ্টা করেন। এই জুটি থেকে আসে ৫০ রানের পর্টিনারশিপ। রহমত শাহ ৩৬ রানে ও জাদরান ৫৪ রান করে আউট হন। পরে দলের হার ধরার চেষ্টা করেন হাসমাতুল্লাহ শাহিদি। ধনঞ্জয় ডি সিলভার বলে এলবিডাব্লিউ হয়ে ৫৭ রান করে ফেরেন এই ব্যাটার । এরপর নাবীসহ অন্যরা রান তুলতে ব্যর্থ হলে ১৯১ রানে থামে আফগানিস্তানের ইনিংস।

এই জয়ে পিছিয়ে পড়া শ্রীলঙ্কা সিরিজ টিকিয়ে রাখলো।

ঢাকা বিজনেস/এমএ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com