ওটিটিতে রেকর্ড গড়ে এবার প্রেক্ষাগৃহে মনোজের ছবি


বিনোদন ডেস্ক , : 04-06-2023

ওটিটিতে রেকর্ড গড়ে এবার প্রেক্ষাগৃহে মনোজের ছবি

বলিউড অভিনেতা মনোজ বাজপাই। পর্দায় তার উপস্থিতি দেখে দর্শকরা তৃপ্তির ঢেঁকুর তোলেন। অভিনয়ে তিনি যেমন তুখোড়, তেমনি চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেচুরে গড়তেও তিনি ওস্তাদ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ও বিতর্কিত চলচ্চিত্র ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। মুক্তির পরপরই বেশ ঝড় তুলে দিয়েছে সিনেমাটি।

এবার নজিরবিহীন সাফল্যের মুখ দেখল মনোজের এই ছবি। গত ১৩ মে মুক্তির পরেই ওটিটিতেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। ওটিটি প্ল্যাটফর্মে রেকর্ড গড়ে এবার প্রেক্ষাগৃহেও মুক্তি পেল মনোজের এই ছবি।

‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবির চিত্রনাট্য অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। অভিযোগের তির এক স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ওই নাবালিকার হয়েই আদালতে লড়াই করেন এক আইনজীবী। যৌন নির্যাতনের ঘটনার নেপথ্যের সত্য সবার সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তিনি।

এক সাধারণ আইনজীবীর এই অসাধারণ লড়াইয়ের গল্প নিয়েই তৈরি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’। এখন পর্যন্ত ২০টি জায়গায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। মুম্বাই, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও বিহারের একাধিক প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে এই ছবি। আগামী দিনে সেই তালিকায় আরও প্রেক্ষাগৃহের নাম যোগ করার ভাবনা রয়েছে নির্মাতাদের।

তাদের মতে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এর আগে কখনো ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির পর প্রেক্ষাগৃহে আসেনি ছবি। দর্শকের ভালবাসা পেয়েছে বলেই তাদের দাবি মেনে বড় পর্দায় ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা বিজনেস/এন/ 


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com