শাবনূর, বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রী। ১৭ ডিসেম্বর ৪৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে ভক্তদের গানও শোনালেন তিনি।
১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, ভক্ত ও সংবাদমাধ্যমকর্মীরা।
জন্মদিনে নিজের ফেসবুক পেজে লাইভে আসেন অভিনেত্রী। ধন্যবাদ জানান শুভেচ্ছা প্রেরণকারীদের। লাইভেই ভক্তদের উদ্দেশে গান গাইতে দেখা যায় শাবনূরকে। একটি চলমান মাইক্রোবাসে তার কণ্ঠে শোনা যায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে, কেন বলো আসা/ অনন্ত কাল ভালোবেসেও ফুরাবে না আমার ভালোবাসা’। এটুকু গেয়েই তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘লাভ ইউ অল। লাভ ইউ যারা আমার ভক্ত, লাভ ইউ আমার বন্ধুদের।’ এরপরই ভক্ত-বন্ধুদের উদ্দেশে তিনি ফ্লাইং কিস দেন।
শাবনূর ১৯৭৯ সালের এই দিনে যশোর জেলার শার্শা উপজেলায় জন্মগ্রহন করেন। পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নুপুর। চলচ্চিত্রে আগমনের পর পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। বর্তমানে ছেলেকে নিয়ে সুদূর আমেরিকায় বসবাস করছেন এই অভিনেত্রী।
ঢাকা বিজনেস/এন/