মোস্তফার বক্তব্য জাতির জন্য দুঃখজনক: রিটার্নিং কর্মকর্তা


রংপুর সংবাদদাতা , : 27-12-2022

মোস্তফার বক্তব্য জাতির জন্য দুঃখজনক: রিটার্নিং কর্মকর্তা

রংপুর সিটি করপোরশেন (রসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, রসকি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএমকে এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন তা জাতির জন্য দুঃখজনক। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন।

ইভিএম মেশিনের ত্রুটি নিয়ে জাপা মেয়র প্রার্থী মোস্তফার অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘তার অভিযোগ জানার পর প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি ওখানে ইভিএম মেশিনের কোনো ত্রুটি ছিল না। উনার আগে একজন ভোটার ভোট দিচ্ছিলেন তাই তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি অপেক্ষা না করে বাইরে এসে ইভিএম এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।’

ইভিএমের কোনো ত্রুটি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু ভোটারের আঙ্গুলের ছাপ মিলছে না। তার কারণ হয়তো আঙ্গুল অপরিষ্কার থাকতে পারে। আমাদের লোক তাদের হাত পরিষ্কার করে আসতে বলেছেন।’  

সুমন/এম


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: dhakabusines@gmail.com