শ্যামলীতে ভয়াবহ আগুন, আটকে পড়াদের উদ্ধার চলছে


স্টাফ রিপোর্টার , : 02-06-2023

শ্যামলীতে ভয়াবহ আগুন, আটকে পড়াদের উদ্ধার চলছে

রাজধানীর শ্যামলী সিনেমা হলের পেছনের ২০ তলা রূপায়ণ শেলটেক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ভবনটির ৭ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘রাত ১১টা ২্৫ মিনিটে ভবনটির ৭ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

প্রাথমিকভাবে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ভবনের উপরের কয়েকটি তলার বাসিন্দরা আটকা পড়ে আছেন। তবে, তাদের উদ্ধার করা হচ্ছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের সামনের গ্লাস ভেঙে আটকে পড়াদের উদ্ধার করছেন। বাইরে থেকে শুধু কালো ধোঁয়া দেখা যায়। 

এদিকে, ভবনটিতে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আগুন লাগার পর হাসপাতালগুলো থেকে রোগীদের নামিয়ে আনা হয়েছে। ভেতরে থাকা সবাইকে নামানো সম্ভব হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ঢাকা বিজনেস/এইচ


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যাসোসিয়েটস (সি-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৭১৫১১৯৪৪৪,
ইমেইল: [email protected]